পোস্টগুলি

জালাল উদ্দিন রুমির জীবনী । Biography of Jalal Uddin Rumi

ছবি
আট শতাব্দী আগে , বর্তমান আফগানিস্তানের বালখ নামক শহরে, ১২০৭ সালের ৩০ সেপ্টেম্বর ,বাহা উদ্দিন ওয়ালাদ ও মুইমিনা খাতুনের ঘরে জন্মগ্রহণ করে একটি ফুটফুটে সন্তান । বাহা উদ্দিন ওয়ালাদ ছিলেন বালখ্‌ এর একজন ধর্মতাত্ত্বিক, আইনজ্ঞ,  অতীন্দ্রিবাদী এবং একজন বিজ্ঞ আলেম।যিনি তার অনুসারীদের কাছে “সুলতান আল-উলামা” নামে পরিচিত ছিলেন।তাদের ফুটফুটে সন্তাটির নাম রাখা হয় মুহাম্মদ।  কে জানতো তাদের এই সদ্য জন্ম নেওয়া শিশু একদিন তার আধ্যত্বিকতা ও জ্ঞানের  আলো ছড়িয়ে নিজের পিতার খ্যাতিকেও ছাড়িয়ে যাবে । এক ও অদ্বীতিয়  স্রষ্ঠার খুজে নিগুর জ্ঞান পিপাসু ও  আধ্যত্বিক জ্ঞানের মশালবাহী হয়ে মানবপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে । <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Lfbf1alquJ0" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>   এই সেই মহান ব্যক্তিত্য, যার সময়ে তিনি মাওলানা জালাল উদ্দিন রুমি নামে পরিচিত ছিলেন । তাকে ইংরেজিতে সবচেয়ে বেশি ডাকা হয় “রু...